Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষনের তালিকা

প্রশিক্ষণার্থীদের তালিকা

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ” শীর্ষক কর্মসূচির আওতায় প্রশিক্ষণের নিমিত্তে প্রতি তিন মাস পরপর শুধুমাত্র মহিলাদের নিম্নলিখিত ট্রেডে প্রশিক্ষণার্থী ভর্তি করা হয়।


ক্র. নং

ট্রেডের নাম

শিক্ষাগত যোগ্যতা (কমপক্ষে)

প্রশিক্ষণার্থীর সংখ্যা

বয়স (বছর)

ফরম বিতরণের তারিখ ও সময়

ড্রেস মেকিং এন্ড টেইলরিং

৮ম শ্রেণী

১০ জন

১৬-৪৫

প্রতি তিন মাস পর পর

অফিস চলাকালীন সময়ে

সার্টিফিকেট ইন বিউটিফিকেশন

৮ম শ্রেণী

১০ জন

১৬-৪৫

ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন

৮ম শ্রেণী

১০ জন

১৬-৪৫

ব্লক-বাটিক এন্ড প্রিন্টিং

৮ম শ্রেণী

১০ জন

১৬-৪৫

শো-পিস এন্ড হ্যান্ডিক্রাফট মেকিং

৮ম শ্রেণী

১০ জন

১৬-৪৫

উল্লেখিত ট্রেডে ভর্তি হতে আগ্রহী প্রার্থীরা নিম্নস্বাক্ষরকারীর কার্যালয় হতে ভর্তি ফরম (বিনামূল্যে) সংগ্রহপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ উক্ত কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।

(জরুরী প্রয়োজনে: ০১৩১৬-১৪৩১০৭)

উল্লেখ্য যে আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচি মোবাইলে জানানো হয়

[বিঃ দ্রঃ প্রশিক্ষণার্থীদের দৈনিক যাতায়াত ভাতা ১০০/- (একশত) টাকা হারে প্রদান করা হয় এবং বিনা মূল্যে প্রশিক্ষণ প্রদান করা হয়।]

প্রয়োজনীয় কাগজপত্রঃ

১। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি-০১ কপি, ২। পাসপোর্ট সাইজের ছবি- ০২ কপি, ৩। শিক্ষাগত যোগ্যতার সনদ- ০১ কপি ও ৪। নাগরিক সনদ- ০১ কপি।