Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Citizen Charter

সিটিজেন চার্টার

 

নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনায়নে মহিলা বিষয়ক অধিদপ্তর সাসটেনেবুল ডেভেলমেন্ট গোল (SDG) এবং দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) এর আলোকে নারী উন্নয়নে বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি গ্রহণ ও বাসত্মবায়ন করছে। মহিলা বিষয়ক অধিদপ্তর হতে প্রদেয় বিভিন্ন সেবা ও কর্মসূচি সমূহের বিবরণঃ

 

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তির স্থান

সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধিতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল নম্বর)

০১

দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি)

ওয়ার্ড মেম্বারদের নিয়ে গঠিত ক্ষুদ্র দল তথ্য সংগ্রহপূর্বক ইউনিয়ন কমিটিতে প্রেরণ করে। ইউনিয়ন কমিটি যাচাই-বাছাই করে উপজেলা কমিটিতে প্রেরণ করে। উপজেলা কমিটি আপত্তি থকলে নিষ্পত্তিপূর্বক উপকারভোগীর তালিকা অনুমোদন করে। অনুমোদিত তালিকা মোতাবেক উপকারভোগীদের নামে কার্ড ইস্যু করা হয়।

আবেদনকারীর ৩ কপি ছবি, আইডি কার্ডের ফটোকপিসহ ক্ষুদ্র দলের নিকট তথ্য দিতে হবে। প্রাপ্ত তথ্যানুযায়ী ইউনিয়ন কমিটি তালিকা প্রস্ত্তত করে।

বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। উপকাভোগীর ইউনিয়ন পরিষদে মহিলা বিষয়ক কর্মকর্তা বা তাঁর প্রতিনিধি, ট্যাগ অফিসার ও এনজিও কর্মীর উপস্থিতে খাদ্য প্রদান করা হয়। এনজিও এর মাধ্যমে আয়বর্ধক ও সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হয়।

২ (দুই) বছর মেয়াদী

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, গাজীপুর

ফোনঃ ০২-৪৯২৭৩১৬২

ই-মেইলঃ dwaogazipru18@gmail.com

০২

বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রমঃ

(ক) আধুনিক দর্জি বিজ্ঞান ও এমব্রডারী

(খ) বিউটিফিকেশন

(গ) শো-পিস ও হসত্মশিল্প তৈরী

(ঘ) খাদ্য-দ্রব্যাদি প্রক্রিয়াজাতকরণ

(ঙ) বস্নক, বাটিক ও স্ক্রীন প্রিন্ট

নির্ধাতির ফরমে আবেদন করতে হয়। জেলা/উপজেলা কমিটির মাধ্যমে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়।

নির্ধারিত আবেদন ফরম, ২ কপি ছবি, আইডি কার্ডের ফটোকপি। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, গাজীপুর ও শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

বিনামূল্যে প্রশিক্ষণ সেবা প্রদান করা হয় এবং উপস্থিতি নিশ্চিত সাপেক্ষে  প্রশিক্ষণার্থীকে সরকার প্রদত্ত ভাতা প্রদান করা হয়।

ট্রেড প্রশিক্ষণের মেয়াদ ৩ মাস।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, গাজীপুর

ফোনঃ ০২-৪৯২৭৩১৬২

ই-মেইলঃ dwaogazipru18@gmail.com

০৩

আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ)ঃ

 (ক) মোবাইল সার্ভিসিং

(খ) রেফ্রিজেটর ও এসি সার্ভিসিং ও রিপেয়ারিং

নির্ধাতির ফরমে আবেদন করতে হয়। জেলা কমিটির মাধ্যমে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়।

নির্ধারিত আবেদন ফরম, ২ কপি ছবি, আইডি কার্ডের ফটোকপি। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, গাজীপুর।

বিনামূল্যে প্রশিক্ষণ সেবা প্রদান করা হয় এবং উপস্থিতি নিশ্চিত সাপেক্ষে  প্রশিক্ষণার্থীকে সরকার প্রদত্ত ভাতা প্রদান করা হয়।

ট্রেড প্রশিক্ষণের মেয়াদ ৬ মাস।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, গাজীপুর

ফোনঃ ০২-৪৯২৭৩১৬২

ই-মেইলঃ dwaogazipru18@gmail.com

 

০৪

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি

সেবা প্রত্যাশী মহিলাদেরকে উইনিয়ন কমিটির তালিকা ভূক্ত হতে হবে। ইউনিয়ন কমিটি বিধি-বিধান অনুসরন পূর্বক তালিকা প্রস্ত্তত করে উপজেলা কমিটিতে প্রেরণ করে। আপত্তি থাকলে নিষ্পত্তি পূর্বক উপজেলা কমিটি তালিকা অনুমোদন করে। অনুমোদিত তালিকা মোতাবেক উপকারভোগীদের স্ব-স্ব নামে ব্যাংক হিসাব খুলতে হয়। ৬ মাস পর পর উপকাভোগীদের নামে খোলা ব্যাংক হিসাবের মাধ্যমে সেবা মূল্য প্রদান করা হয়।

নির্ধারিত আবেদন ফরম, ৪ কপি ছবি, আইডি কার্ডের ফটোকপি, গর্ভধারণের সনদ। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ ও কালিয়াকৈর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। এনজিও এর মাধ্যমে সচেতনতামূলক প্রশিক্ষণ এবং স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

জুলাই হতে জুন পর্যমত্ম ২ বৎসর মেয়াদে এই সেবা প্রদান করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, গাজীপুর

ফোনঃ ০২-৪৯২৭৩১৬২

ই-মেইলঃ dwaogazipru18@gmail.com

 

 

 

 

 

 

০৫

কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি

সেবা প্রত্যাশী কর্মজীবী মহিলা যিনি ১ম/২য় সন্তানের মা হয়েছেন/ হতে যাচ্ছে এমন দুঃস্থ ‘‘মা’’ জেলা/উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর নির্ধারিত ফরমে আবেদন করবেন। জেলা/উপজেলা কমিটি প্রর্থীতা যাচাই-বাছাই পূর্বক উপকারভোগীদের চূড়ান্ত তালিকা অনুমোদন করে। অনুমোদিত তালিকা মোতাবেক উপকাভোগীদের স্ব-স্ব নামে ব্যাংক হিসাব খুলতে হয়। ৬ মাস পর পর উপকাভোগীদের নামীয় ব্যাংক হিসাবের মাধ্যমে সেবা মূল্য প্রদান করা হয়।

নির্ধারিত আবেদন ফরম, ৪ কপি ছবি, আইডি কার্ডের ফটোকপি, গর্ভধারণের সনদ। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, গাজীপুর এবং শ্রীপুর, কালীগঞ্জ ও কালিয়াকৈর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। এনজিও এর মাধ্যমে সচেতনতামূলক প্রশিক্ষণ এবং স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

জুলাই হতে জুন পর্যন্ত ২ বৎসর মেয়াদে এই সেবা প্রদান করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, গাজীপুর

ফোনঃ ০২-৪৯২৭৩১৬২

ই-মেইলঃ dwaogazipru18@gmail.com

০৬

মহিলাদের আতম-কর্মস্থানের জন্য ÿুদ্রঋণ কার্যক্রম

সেবা প্রত্যাশী মহিলা নির্ধারিত ফরমে আবেদন করবে। উপজেলা কমিটির মাধ্যমে এই সেবা প্রদান করা হয়।

নির্ধারিত আবেদন ফরম, ৩ কপি ছবি, আইডি কার্ডের ফটোকপি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ইউপি সদস্য কর্তৃক নাগরিকতব সনদ, নন-জুডিশিয়াল স্ট্যাম্প। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ ও কালিয়াকৈর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

৫% সার্ভিস চার্জসহ মাসিক কিস্তি হিসেবে মোট ১০ কিস্তিতে পরিশোধ করতে হয়।

১ বছর মেয়াদে এই সেবা প্রদান করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, গাজীপুর

ফোনঃ ০২-৪৯২৭৩১৬২

ই-মেইলঃ dwaogazipru18@gmail.com

০৭

স্বেচছাসেবী মহিলা সমিতি রেজিষ্ট্রেশন ও অনুদান প্রদান

স্বেচছাসেবী মহিলা সংগঠন রেজিষ্ট্রশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর আবেদন করেতে হবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সমিতি পরিদর্শনপূর্বক রির্পোটসহ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে প্রেরণ করবেন। রেজিষ্ট্রশন প্রাপ্তির মেয়াদ ১/২ বছর পূর্ণ হওয়ার পর অনুদানের জন্য আবেদন করা যায়।

নির্ধারিত আবেদনপত্র, ট্রেজারী চালানের কপি, পরিদর্শন রিপোর্ট, সাধারণ সদস্যদের নামের তালিকা, কার্যনির্বাহী কমিটির নামের তালিকা, আসবাবপত্র ও যন্ত্রপাতির তালিকা, সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত গঠনতন্ত্র ও রেজুলেশনের কপি। জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

নিবন্ধন ফি ২০০০/- (দুই হাজার) টাকা  এবং নিবন্ধনের পর নবায়ন ফি প্রতি বছর ৫০০/- (পাঁচশত) টাকা ট্রেজারী চালনের মাধ্যমে জমা দিতে হয়।

স্বেচছাসেবী মহিলা সমিতি রেজিষ্ট্রশন সারা বছর। অনুদান প্রতি বছর একবার।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, গাজীপুর

ফোনঃ ০২-৪৯২৭৩১৬২

ই-মেইলঃ dwaogazipru18@gmail.com

 

 

 

 

 

০৮

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা

জেলা/উপজেলা পর্যায়ে গঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি সালিশীর মাধ্যসসেবা প্রদান করে। সালিশ অমান্যের ঘটনা ঘটলে জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার ও জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে সরকারি খরচে নির্যাতিতা পক্ষ কোর্টে মামলা করতে পারবে।

সেবা প্রত্যাশী ঘটনার বিবরণ ও সালিশনামাসহ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবরে প্রতিকার চেয়ে আবেদন করতে হবে।

বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়।

চলমান কর্মসূচি

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, গাজীপুর

ফোনঃ ০২-৪৯২৭৩১৬২

ই-মেইলঃ dwaogazipru18@gmail.com

 

 

০৯

জয়িতা অন্বেষণে বাংলাদেশ

তৃণমূল পর্যায়ে যারা শিকড় থেকে শিখরে উপনীত হয়েছেন তাঁরা পৌরসভা/ইউনিয়ন পরিষদের মেয়র/কাউন্সিলর, চেয়ারম্যান এর মাধ্যমে জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর আবেদন করবে। ৫ ক্যাটাগরিতে প্রাপ্ত আবেদনপত্রসমূহ সরেজমিন যাচাই-বাছাই পূর্বক উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে জয়িতা নির্বাচন করা হয়।

নির্ধারিত আবেদনপত্র, জীবন বৃত্তামত্ম, ৩ (তিন) কপি সত্যায়িত ছবি ও আইড কার্ড এর ফটোকপি। জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়/মেয়র/ইউপি  চেয়ারম্যান এর কার্যালয়।

বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। উপজেলা/জেলা/বিভাগীয় পর্যায়ে নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

বছরে ১ (এক) বার এই সেবা প্রদান করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, গাজীপুর

ফোনঃ ০২-৪৯২৭৩১৬২

ই-মেইলঃ dwaogazipru18@gmail.com

১০

উদ্বুদ্ধকরণ ও সচেতনামূলক কার্যক্রম

তৃণমূল পর্যায়ে যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, সকল শিশুর স্কুলমূখীকরণ, বিবাহ নিবন্ধন, জন্মনিবন্ধন, শিশু শ্রমের অপকারীতা, ধোঁয়া ও ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য ব্যবহারের অপকারীতা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর অধিকার, নারী ও শিশু পাচার রোধ, বিশুদ্ধ পানির ব্যবহার প্রভৃতি বিষয়ে উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক কার্যক্রম বাসত্মবায়ন করা হয়।

এই সেবা পেতে আবেদন করার প্রয়োজন নাই। আলোচনা সভা, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে বাসত্মবায়ন করা হয়।

বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়।

চলমান

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, গাজীপুর

ফোনঃ ০২-৪৯২৭৩১৬২

ই-মেইলঃ dwaogazipru18@gmail.com

১১

দুঃস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল

জেলা মহিলা বিসযক কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে। জেলা কমিটি আবেদনপত্র সমূহ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সুপারিশসহ বোর্ড অব ট্রাস্টিতে প্রেরণ করে। র্বোড অব ট্রাস্টির অনুমোদন সাপেক্ষে এই সেবা প্রদান করা হয়।

নির্ধারিত আবেদনপত্রের সাথে ২ কপি ছবি, আইডি কার্ডের ফটোকপি, স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র ও জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পরিদর্শন রিপোর্ট থাকতে হয়।

বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়।

চলমান

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, গাজীপুর

ফোনঃ ০২-৪৯২৭৩১৬২

ই-মেইলঃ dwaogazipru18@gmail.com