Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

বিশ্বায়নের এ যুগে প্রগতিশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে নারীর অধিকার, ক্ষমতায়ন ও কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি অত্যাবশ্যক। মহিলা বিষয়ক অধিদপ্তর রাষ্ট্র ও সমাজের মূল স্রোতধারায় নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায়  কাজ করে যাচ্ছে।

  • গত ২ বছরে ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে ১০,১০৫ জন দরিদ্র মহিলাকে ৭২৭৫.৬০ মেঃ টন খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

  • গত ৩ বছরে ৭,০৩১ জন নারীকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে।

  • ৩,৩০৫ জন কর্মজীবী নারীকে ল্যাকটেটিং ভাতা সহায়তা প্রদান করা হয়েছে। ২০২০-২০২১ অর্থবছর হতে শুরু হওয়া মা ও শিশু সহায়তা তহবিল কর্মসূচির আওতায় কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন হতে ১,৩২৯ জন এবং কালীগঞ্জ পৌরসভা হতে ৪৯৩ জন  উপকারভোগীকে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে।

  • ২,১৬৭ জন নারীকে ২,৫৮,০৩,০০০/- টাকা ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে।

  • ৪,৩৬০ জন নারীকে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়েছে। সাহায্য প্রার্থী মহিলাদের আইনি সহায়তা দেয়া হয়েছে।

  • “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কর্মসূচির আওতায় প্রতিযোগিতার মাধ্যমে প্রতিকূলতাকে অতিক্রম করে যে সমস্ত নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছেন তাদের মধ্য থেকে প্রতি উপজেলায় ৫টি ক্যাটাগরীতে ৭২ জন নারীকে “জয়িতা” নির্বাচন ও পুরস্কৃত করার মাধ্যমে নারীদেরকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্ভুদ্ধ করা হয়েছে।

  • উদ্যোমী ও আগ্রহী নারীদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য সহায়তা প্রদান করা হয়েছে।

  • আত্মনির্ভশীল করার লক্ষে দরিদ্র মহিলাদের মধ্যে ৮৬ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

  • জেলা হতে বাল্যবিয়ে নিরোধে বিভিন্ন শ্রেণি পেশার জনগণকে নিয়ে সচেতনতামূলক সভা সমাবেশ, সেমিনার আয়োজন করা হয়েছে। প্রায় ৮০% বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।

  • জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ বাস্তবায়ন কল্পে জাতীয় কর্মপরিকল্পনা-২০১৩ অনুযায়ী বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।