জাতীয় উন্নয়নের মূল স্রোতধারয় নারীদের সর্ম্পৃক্তকরণ ও নারীর সার্বিকক্ষতায়ন নিশ্চিত করা সুষম উন্নয়নের একটি অপরিহার্য পূর্বশর্ত। এ উপলব্ধি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে নরী ও পুরুষের সমঅধিকার নিশ্চিত করণ ও স্বাধীনতা যু্দ্ধে নির্যাতিত, ক্ষতিগ্রস্থ নারীসমাজের পূর্নবাসনের জন্য ১৯৭২ সনের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পূর্নবাসন বোর্ড গঠণ করেন। পরবর্তীতে ১৯৭৪ সনে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে নারী পূর্নবাসন বোর্ডকে বাংলাদেশ নারী পূর্নবাসন ও কল্যাণফাউন্ডেশনে রুপান্তরীত করা হয়। যা বিভিন্ন ধাপ অতিক্রম করে বর্তমানে মহিলা বিষয়ক অধিদপ্তর। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তর নারী উন্নয়নে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন করছে।
তাই আজ আমরা সারা বাংলাদেশের নারী জাতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্বরণ করছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস