ভিডব্লিউবি কর্মসূচি:
গাজীপুর জেলায় ভিডব্লিউবি উপকারভোগীর সংখ্যা ১০১০৫ জন।
নির্বাচিত উপকারভোগীগণ প্রতিমাসে ৩০ কেজি পুষ্টি/সাধারণ চাল পেয়ে থাকেন।
এই কর্মসূচি দুই বছর ব্যাপী চলমান (জুলাই/২০২৫-জুন/২০২৭)
মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ এনজিও ভিডব্লিউবি উপকারভোগীদের প্রশিক্ষণ (আয়বর্ধকমূলক ও জীবন দক্ষতামূলক) প্রদান করে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ এনজিও সহযোগিতায় ভিডব্লিউবি উপকারভোগীগণ মাসিক ২২০/- টাকা স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে সঞ্চয় জমাপূর্বক ইউনিয়ন পরিষদ থেকে চাল সংগ্রহ করে থাকেন। সং চক্র শেষে উক্ত সঞ্চয়ের টাকা মুনাফাসহ ফেরত প্রদান করা হয়।
ভিডব্লিউবি পাওয়ার শর্তঃ
অতিমাত্রায় খাদ্য নিরাপত্তাহীন
প্রকৃত অর্থে ভূমিহীন
বসতবাড়ীর অবস্থা খুবই নিম্নমানের।
সেবা পাওয়ার স্থানঃ
ইউনিয়ন ডিজিটাল সেন্টর
উপজেলা তথ্য আপা
ইউনিয়ন পরিষদ
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
মা ও শিশু সহায়তা কর্মসূচি:
এই কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগী মহিলাগণ ৩ (তিন) বছর পর্যন্ত সেবা পেয়ে থাকেন।
প্রতি মাসে ভাতাভোগীর স্ব স্ব হিসাব নম্বরে ইএফটির মাধ্যমে ৮০০/-হারে ভাতা প্রদান করা হয়।
ভাতা পাওয়ার শর্তাদিঃ
প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকাল
মাসিক আয় ১৫০০/- টাকার নিচে।
দরিদ্র পরিবারের প্রধান রোজগারী মহিলা।
সেবা পাওয়ার স্থানঃ
ইউপি সদস্য(পুরুষ/মহিলা)
ইউনিয়ন পরিষদ
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
মহিলাদের আত্ন-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমঃ
জেলার স্থায়ী বাসিন্দা, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক রেজিস্টেশনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য অথবা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত যেকোন দুঃস্থ, অসহায়, নির্যাতিত, স্বামী পরিত্যক্তা, বিধবা, অবিবাহিতা নারী অগ্রাধিকার ভিত্তিতে এই ঋণ পেয়ে থাকেন।
বয়সসীমাঃ ১৮-৫৫ বছর।
ঋনের পরিমানঃ সর্বোচ্চ ৭৫,০০০ ও সর্বনিম্ন ২৫,০০০/-
সার্ভিস চার্যঃ ৫%
কিস্তির শুরুঃ ঋণ গ্রহণ করার ২ মাস পর থেকে মাসিক ১০ কিস্তিতে ঋন পরিশোধযোগ্য।
ঋণ পাওয়ার পদ্ধতিঃ
সরাসরি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করে পূরণ পূর্বক উক্ত কার্যালয়ে জমা দিলে উপজেলা কমিটি কর্তৃক বিধি মোতাবেক প্রয়োজনীয় তথ্যাদি যাচাই বাছাই সাপেক্ষে ঋণের আবেদন মঞ্জুর করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস